নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা এবং ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে চারটি মার্কেটে এ অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনিন তিশা জানান, লাইসেন্স, ফার্মাসিস্ট সনদপত্র না থাকা, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার আপরাধে ১৮টি ফার্মেসিকে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আনুমানিক ৩ লাখ টাকা মূল্যোর অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে তা সাথে সাথে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান জানান, মার্কেট গুলোতে অনেক দোকান। অভিযান টের পেয়ে বহু দোকান বন্ধ করে মালিকরা চলে যায়। তাই সব দোকানে অভিযান পরিচালনা সম্ভব হয়নি। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন জানান, মহাপরিচালক মাহবুবুর রহমান মহোদয়ের নির্দেশে, সারা দেশেই নকল, ভেজাল ও অনুমোদনহীন ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।
এরই অংশ হিসেবে আজ দুই জন নির্বাহী ম্যাজেস্ট্রেট, র্যাব-১১ ও পুলিশের সহায়তায় চিটাগাংরোড এলাকার চারটি মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply