এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের শীকার কিশোরী বধুর মৃত্যুর ঘটনায় ওই কিশোরির স্বামী রাজিব খান ও শাশুড়ি বিলকিস বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার নিহত নুর নাহারের বাবা নুরু মিয়া বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
মামলা নং ০১ তারিখ: ০১.১১.২০২০ইং। মামলাটি ৩০৪-ক/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারা মতে রুজু করা হয়েছে বলে জানিয়ে পুলিশ
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মাসের ১১ তারিখ ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে ওই কিশোরীর স্বামীর বাড়ির কেই মৃতদেহটি দেখতেও যায়নি।
তবে মামলার আসামী ওই কিশোরির স্বামী ও শ্বাশুরির দাবি তারা মৃত্যুর সংবাদ শুনে মৃত কিশুরির নানার বাড়ি উপজেলার কলিয়া গ্রামে দেখতে গেলে স্বামী রাজিবকে মারধোর করে তারিয়ে দেওয়া হয়েছে। পরে তারা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে বাড়িতে চলে আসে।
উল্লেখ, চলতি বছরের ২০ সেপ্টম্বার বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কিশোরী নুর নাহারের সাথে একই উপজেলার ফুলকি গ্রামের রশিদ খানের ছেলে রাজিব খানের বিয়ে হয়। বিয়ের ৩৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলার বাদী মো. নুরু মিয়া বলেন, আমার মেয়ের স্বামী রাজিব খান ও তার মা বিলকিস বেগমের অবহেলায় নুর নাহারের মৃত্যু হয়েছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ সময়ের কন্ঠস্বর’কে জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply