টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-সাগরদিঘী সড়কের উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে। সে সখীপুরে প্রাণ কম্পানীর সহকারী পরিবেশক হিসেবে কাজ করত বলে পুলিশ জানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলায়মান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এ সময় মাথা ফেঁটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply