টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়াসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সিহেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান রোনু, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত প্রমুখ।
বক্তারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়াসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবকলীগের ১৩জন নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাষ্টারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জহির মাষ্টারের পক্ষে আওয়ামী লীগের একটি গ্রুপ ঘটনাটির প্রতিবাদ জানিয়ে আসছে। হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়াসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবকলীগের ১৩জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply