মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিডি ক্লিন টিমের সদস্যদের উদ্যোগে আজ (২৭শে নভেম্বর ২০২০ ইং) তারিখে রোজ শুক্রবার বিকাল ৪ টার সময় ১০ ম ইভেন্টের কার্যক্রম করলো দুমকি নতুন বাজার চত্বর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করেছে।
দুমকি নতুন বাজারের ভিতরে দাড়িয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময়ে মহামারি করোনা ভাইরাসের জন্য সবাই মুখে মাক্স, ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিডি ক্লিন সদস্যরা তাদের পরিষ্কার পরিছিন্ন আয়োজন করেছে। এবং প্রত্যেক দোকানের মালিক ও কর্মচারীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও আশাপাশ সুন্দর রাখার জন্য টিমের সদস্যরা সু পরামর্শ দিয়েছে।
সাংবাদিকদের প্রশ্ন উওরে দুমকি বিডি ক্লিন সদস্যরা দু স স কে বলেন,
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে বিডিক্লিনদুমকি উপজেলায় সপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা ইভেন্ট সম্পন্ন করে আসছে।
দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ-অভ্যাস। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচু করে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক।
২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।
বিডি ক্লিন দুমকি টিমের সদস্যরা সু-শৃঙ্খল ভাবে কাজে অপরিচ্ছন্ন স্থান পরিচ্ছন্নতায় রূপ দিয়েছে। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি তারা স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। যাতে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা না ফেলে এবং নিদিষ্ট স্থানে ময়লা ফেলে।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।
আমাদের এই কর্ম সূচির মাধ্যমে দুমকি উপজেলাকে ২০২১সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ্য নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন।
সদস্যরা আরও বলেন দুমকি উপজেলায় ১ম ইভেন্টের থেকে ১০ম ইভেন্ট পর্যন্ত পরিচ্ছন্নহলোদুমকি উপজেলা চত্বর ও সরকারি জনতা কলেজ ক্যাম্পাশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,জয় বাংলা চত্বর, কবি সুফিয়া কামাল হল চত্বর, শের ই বাংলা হল চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চত্বর, ফজিলাতুন্নেছা মুজিব হল চত্বর এবং পবিপ্রবি এর ১ম গেট চত্বরের সামনে ও সিনেমাহল চত্বর এবং দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পোস্ট অফিসের আশপাশ ক্লিন করার কার্যক্রম পরিচালনা করেছে।
পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডিক্লিনদুমকি পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে প্রিয় পটুয়াখালী জেলার দুমকি উপজেলাকে তুলে ধরবে দেশের মানচিত্রে।
পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।।
এরই ধারাবাহিকতায় বিডিক্লিনদুমকি এর উদ্যোগে ১০ম ইভেন্টে পরিচ্ছন্ন হলো দুমকি নতুন বাজার চত্বর ক্লিন করার কার্যক্রম পরিচালনা করেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply