আনোয়ার হোসেন তরফদার ভালুকা ময়মনসিংহ ঃ “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগান কে সামনে নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে বিডি ক্লিনের হাজারো স্বপ্নবাজ তারুণ্য।
তাদের স্বপ্ন একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশের। বিডি ক্লিনের স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ কে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসাবে ঘোষণা করা সেই লক্ষ্যে সারাদেশে কাজ করছে ৫৮ টি জেলা টিম এবং ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা টিম সহ ময়মনসিংহ জেলার ৭ টি উপজেলা টিম।
তারই ধারাবাহিকতায় কাজ করে চলছে বিডি ক্লিন ভালুকা টিম। গত বছরের ২৩ আগষ্ট উদ্বোধন হয় বিডি ক্লিন ভালুকা। উদ্বোধনের পর থেকে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে চলছে বিডি ক্লিন ভালুকা টিমের কিছু স্বপ্নবাজ তারুণ।
বিডি ক্লিন ভালুকা সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে শহরের কোনো একটি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পৌঁছে দেন পরিচ্ছন্নতা বার্তা।
বর্তমানে বিডি ক্লিন ভালুকা টিমে মো. আসাদুজ্জামান সুমন উপজেলা সমন্বয়ক, হাবিব জিহাদী উপ-সমন্বয়ক, তানজিনা নীল উপজেলা সহ-সমন্বয়ক, মো. আমিরুল ইসলাম সমন্বয়ক লজিস্টিকস ও সাখাওয়াত হোসেন সুমন সমন্বয়ক আইটি এন্ড মিডিয়ার দায়িত্ব পালন করছেন। ভালুকা টিমে প্রায় ৭০জন স্বেচ্ছাসেবক কাজ করছে।
উপ-সমন্বয়ক হাবিব জিহাদী বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি পরিচ্ছন্ন ভালুকার, তথা পরিচ্ছন্ন বাংলাদেশের। সে লক্ষ্যেই কাজ করে চলেছি, আমরা ভালুকা প্রশাসন সহ আপনাদেরও আমাদের পাশে চাই, সকলের সহযোগিতা পেলেই পরিচ্ছন্ন ভালুকা গড়া সম্ভব হবে।’
উপজেলা সমন্বয়ক মো. আসাদুজ্জামান বিডি ক্লিন ভালুকা নিয়ে বলেন, ‘বিডি ক্লিন ভালুকার স্বপ্ন পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত ভালুকা গড়ে তোলা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, আমার স্বপ্ন বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন উপজেলা হবে ভালুকা, আমরা উপজেলার সকল পর্যায়ের ব্যক্তিগণকে পাশে চাই আমাদের স্বপ্ন পূরণে।’
ভালুকা সরকারী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন বলেন, ‘আমরা ছাত্রজীবনে বিডি ক্লিনের এ কাজটি করতাম। তখন আমাদেরকে কেউ কেউ কটো কথাও বলেছে। আমরা পিছু হটিনি। ভালুকায় এখন একদল তরুণ এ কাজটি করছে। আমি তাদের এ মহৎ কাজের প্রতি শ্রদ্ধা জানাই। এ আন্দোলনে আমাদের সবাইকে যুক্ত হতে হবে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply