মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। “মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ” এবং “সংঘবদ্ধ অপরাধ তদন্তে এনালাইটিক্যাল চার্টের ব্যবহার” সংক্রান্তে ০২ (দুই) দিনব্যাপী কর্মশালা পটুয়াখালী পুলিশ লাইন্সে ২৮, ২৯ নভেম্বর ২০২০ তারিখ ১৮.০০ ঘটিকা থেকে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জনাব মোঃ শাহ্ আলম, ডিআইজি (চলতি দায়িত্বে) ট্রেনিং, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা। কর্মশালায় অফিসার ইনচার্জ থেকে তদূর্ধ্বসহ সর্বমোট ৪০ (চল্লিশ) জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সভ্যতার ক্রমবিকাশ এবং আধুনিকতার বিকর্ষে সময়ের ধারাবাহিকতায় অপরাধের মাত্রা, গতি-প্রকৃতি নবরূপে আবর্তিত হচ্ছে। বাংলাদেশ পুলিশও যুগের সাথে তাল মিলিয়ে সর্বক্ষেত্রে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। যে কোন অপরাধ ও অপরাধীকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ অসামান্য অবদান রাখছে।
এরই ধারাবাহিকতায় দু’দিনব্যাপী আলোচ্য কর্মশালা মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্তে এবং সংঘবদ্ধ অপরাধ তদন্তে এনালাইটিক্যাল চার্টের প্রয়োগ নিঃসন্দেহে তদন্তের মান বহুলাংশে বৃদ্ধি করবে।
উল্লেখ্য যে, জনাব মোঃ শাহ্ আলম, ডিআইজি (চলতি দায়িত্বে) ট্রেনিং, বাংলাদেশ পুলিশ, সিআইডি মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং আইওএম কর্তৃক আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড অগ্রযাত্রা ঘাঁটি, পটুয়াখালীতে অনুষ্ঠিত “Counter Trafficking and Integrated Border Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মূখ্য আলোচক হিসেবে ০৪ (চার) দিন পটুয়াখালীতে অবস্থান করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply