November 24, 2024, 1:03 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গৃহঋণের জন্য আবাসন খাতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার। বেনাপোল বলফিল্ড মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত। বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা

১৬৩ তম জন্মবার্ষিকীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি “প্রগতি”র শ্রদ্ধাঞ্জলি। ” হৃদয় মাঝে রবি” ২৫ এ বৈশাখ এর অনুষ্ঠান

১৬৩ তম জন্মবার্ষিকীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি “প্রগতি”র শ্রদ্ধাঞ্জলি। ” হৃদয় মাঝে রবি” ২৫ এ বৈশাখ এর অনুষ্ঠান

ঋতম্ভরা বন্দোপাধ্যায় , কলকাতা : কোলকাতার ঐতিহ্যপূর্ণ নলিনী গুহ সভাগৃহে গত ৮ মে তথা ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হলো।

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্য করে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবীন্দ্র সংগীত , রবীন্দ্র নৃত্য (নাচ) , কবিতা আবৃতি, নাটক পরিবেশনের মধ্য দিয়ে । বর্ণাঢ্য এই অনুষ্ঠানকে আলোকিত করতে বিখ্যাত মানুষরা উপস্থিত ছিলেন। বুধবার, ৮ মে ২০২৪ এ নলিনী গুহ হলে পরিবেশন করা হয় “হৃদয় মাঝে রবি ২৫ বৈশাখ “।

রবীন্দ্র জয়ন্তী নিয়ে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিকৃতি তে মাল্যদান করলেন সঙ্গীতশিল্পী এবং সাংবাদিক ঋতম্ভরা বন্দোপাধ্যায়। তাঁর সাথে ছিলেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সঞ্চালিকা চৈতালি মল্লিক । তিনিও বিশ্ব বরেণ্য কবির প্রতিকৃতিতে মাল্যদান করলেন। চৈতালি মল্লিক এই অনুষ্ঠান কে তুলে ধরার জন্য বিখ্যাত গুনী সংগীতশিল্পী দের কে আহ্বান জানান। সেখানে বিভিন্ন স্তরের সঙ্গীতশিল্পী দের আমন্ত্রন জানানো হয়েছিল। সেখানে শুধু সঙ্গীতই নয় অনেকেই কবিতা পাঠও করেছেন কেউ বা নাচ। খুব ভালো ভাবে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রবীন্দ্র সঙ্গীত আর কবিতা শুনিয়ে।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী , আবৃত্তিকারের অপূর্ব পরিবেশনার পর বিভিন্ন সঙ্গীত শিল্পীদের ও আবৃত্তিকারদের হাতে স্মারক পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন গুণীজনদের হাত দিয়ে। আমরা ও গানে অংশগ্রহণ করেছি। সুন্দর সুন্দর দুটো রবীন্দ্র সঙ্গীত দিয়ে শ্রদ্ধা জানাই রবীন্দ্রনাথ ঠাকুর কে । সাথে ছিলেন স্বয়ং গুরুজী সঙ্গীত শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় ও । আমাদের গ্রূপ ” গীত ও রবি” এর ছাত্রীরা ও গান করেছি । সেখানে আরেক টা ও গানের গ্রূপ ছিল। ‘নবগিতীকা’ গ্রুপের কর্তৃত্বে ছিলেন গুরুজী মিনু মাদুলী । তাঁরা ও গেয়েছেন । সেখানে সোলো ভাবে ও পারফর্ম করেছেন কিছু সঙ্গীত শিল্পীরা। আলাদা করে কবিতা আবৃতি , নাটক আর গান দিয়ে । সত্যিই অসাধারণ একটি মনোরম মুহূর্ত তৈরি হয় সেখানে । নতুন প্রজন্মের এক কিশোর আবৃতিকার সম্বোধি পাল চৌধুরী কবিতা শুনিয়ে মুগ্ধ করলেন আর শুধু আবৃতি দিয়ে নয় গান শুনিয়ে ও মাতিয়ে দিলেন তিনি । আমাদের গুরুজী সঙ্গীত শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীত শিল্পী। তিনি ও গান পরিবেশন করেছেন। খুব ভালো লেগেছে । আমাদের গ্রূপের এক নতুন প্রজন্মের ছাত্রী মাম্পির হাতে সম্মাননা পত্র তুলে দেওয়ার জন্য স্বয়ং গুরুজী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় লোকসভার প্রেস এড্ভাইজরি কমিটির মেম্বার ও দক্ষিণ এশিয়ার প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং সাংবাদিক ডাঃ মানস বন্দোপাধ্যায়কে অনুরোধ করেন। তারপর এই রবীন্দ্র জয়ন্তী নিয়ে কিছু বক্তব্য রাখলেন ডাঃ মানস বন্দোপাধ্যায়। তারপর একজন সঙ্গীতশিল্পী কে সম্মাননা পত্র দেওয়ার জন্য স্বয়ং সঞ্চালিকা চৈতালি মল্লিক কলকাতার হাই কোর্টের উকিল এবং সাংবাদিক অনুরাধা বন্দোপাধ্যায় কে আমন্ত্রন জানান।

এই অভিনব কায়দায় ও কৌশলে উপস্থাপনা করায় সত্যিই একসময় অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়ে উঠেছিল।সামাজিক ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোকে যেন সারাজীবন চৈতালী ম্যাডাম ধরে রাখতে পারেন এমন করে সুন্দর ভাবে । রবীন্দ্রনাথের কবিতা আবৃতি, গান, নাটক, নাচ এগুলো মানুষের মধ্যে নতুন এবং সুন্দর কিছু করতে প্রেরণা যোগায় এই ধরণের অনুষ্ঠানগুলি।। এগুলো মানুষের মধ্যে দীর্ঘদিন দর্শকদের মধ্যে স্মরণীয় ও স্থায়ী হয়ে থাকবে, এই রবীন্দ্র চর্চার মাধ্যমে এটাই আমরা কামনা করি । সশ্রদ্ধ প্রণাম জানাই এমন একজন মানুষকে যিনি তার সৃষ্টির সম্ভার নিয়ে সারা বিশ্বে আলোর সঞ্চার করেছেন। উদ্ভাসিত করেছেন আবাল, বৃদ্ধ, বনিতাকে। সারা বিশ্বকে আলোকিত করে তিনি আজ বিশ্ব কবি। সারা বিশ্বকে আলোকিত করে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সৃষ্টির অমূল্য সম্পদ আজও তাঁকে অবিস্মরণীয় করে রেখেছে। তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

আজ সেই প্রনম্য গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে গাইতে ইচ্ছে করে ” আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও,আপনাকে এই লুকিয়ে থাকা ধূলায় ঢাকা”.

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com