মোঃ শাহিন হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারাদেশে দিবসটি পালিত হয়েছে।
শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ‘গয়ড়া আলোর পথ সামাজিক সংগঠনের’।
বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ‘গয়ড়া আলোর পথ সামাজিক সংগঠন’ মহান বিজয় দিবস উদযাপনে শুরু হয়। স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ ও লাখো মানুষের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ‘গয়ড়া আলোর পথ সামাজিক সংগঠনের’ সদস্যরা । একে একে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন- ‘আলোর পথ সামাজিক সংগঠনের’ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাস (মনি), সধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান ইমরান, অর্থ সম্পাদক মোঃ মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের সদস্যরা বিজয়স্তম্ভে। দিবসটি উপলক্ষে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply