টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দুই বছরের শিশু রাইসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন করেন কেরানীপাড়া গ্রামবাসী।
দুই শতাধিক গ্রামবাসী পাঁচটি ট্রাক ও প্রায় ৫০টি মোটর সাইকেল করে ১৫ কিলোমিটার পথ পেরিয়ে উপজেলা শহরে এসে মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য দেন রাইসার মা লিপা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, হতেয়া এলাকার বাসিন্দা সোহেল রানা প্রমুখ।
তারা হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। একই সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত সুমা খানের মা ও ভাইকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
নিহত রাইসা ওরফে বুশরা উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের ইরাকপ্রবাসী রাজু খানের মেয়ে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া সুমা খান সম্পর্কে রাইসার প্রতিবেশী দাদি।
সখীপুর থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মামলার পর রাইসা হত্যাকারী সুমা খান ও তার স্বামী মোনায়েম খাঁনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply