নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর-কাওরাইদ সড়কের গোলাঘাট নামক ভিটিপাড়া এলাকায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ভাগ্যের কি নির্মম পরিহাস, নববধূর হাতের মেহেদির রং শুকানোর আগেই ঘাতক দানব চাকার ড্রাম ট্রাকের আঘাতে প্রান গেলো মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া নামের এক নব বিবাহিত যুবকের। এ ঘটনায় ফরিদকে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে স্থায়ীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত মোটরসাইকেল আরোহী ফরিদ (২৮)শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর সাতখামাইর পশ্চিম পাড়া। গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় দুই ভাই এক বোন সে ত্রিমোহনী হারুন মোল্লার বালুর গদির ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ রা জানান আমরা অটোরিক্সা যন্ত্রণা ও ড্রাম ট্রাক এর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছি তাই দিনের বেলা বালি ও মাটিবাহী ড্রাম ট্রাক না চলাচলের জন্য জোর দাবি জানাচ্ছি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে দীর্ঘদিন পর বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালি ব্যবসায়ীরা। এসব বালি বোঝাই ভারী যানবাহনের কারনে রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে ,
তেমনি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গত একবছরে মাওনা-বরমী-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে প্রায় আনুমানিক ২০ জন মানুষের প্রানহাণী ঘটেছে।
নিহত ফরিদ উপজেলার ভিটিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় লোকজন জানান, বেপরোয়া গতির ড্রাম ট্রাকের (বালু বহনকারী) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস,আই, অংকুর কুমার ভট্টাচার্য জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদ মারা যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply