রাকিব হোসেন, শরিয়তপুর জেলা প্রতিনিধঃ শরীয়তপুর জেলায় পদ্মা নদীর উপর হয়ে উঠছে সিগ্রয় বহুমুখী সড়ক পথ ও রেল পথ (পদ্মা সেতু)। পদ্মা সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। কিন্তু এদিকে নির্মাণ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেতু। কিন্তু সেতুর সাথে যে সড়কের সংযোগ গটবে সে সড়কের বেহাল অবস্থা। যান চলাচলের অনউপযোগী। দিনের পর দিন সড়ক দুর্ঘটনায় খালি হচ্ছে শত শত মায়ের কোল।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মাসেতু হতে যাচ্ছে ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। পদ্মা সেতুর সংযোগ এর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য বদলাবে। মাদারীপুর, ফরিদপুর, খুলনা হবে আধুনিক শহর। দুর্ভাগা শরীয়তপুর বাসির কপালে কি জুটবে পদ্মা সেতুর সংযোগ সড়ক?
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শরীয়তপুর বাসী বলেন, ‘জাগো শরীয়তপুর বাসী জাগো’! পদ্মা সেতু চালু হবার আগে সড়ক চাই আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এমন ভাবে আন্দোলন করতে হবে যেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায়।
শরীয়তপুর বাসী সোশ্যাল মিডিয়ায় আরো লেখেন, শরীয়তপুর জেলায় সড়ক দুর্ঘটনায় এই প্রযন্ত হাজারো মায়ের সন্তান কেড়ে নিয়েছে। আরো বলেন সড়ক দুর্ঘটনার কারণ, শরীয়তপুর জেলার সড়কের বেহাল দশা। আর হারাতে চাই সড়ক দুর্ঘটনায় আমাদের ভাইদের, বোনদের। সব জেলায় কমবেশি উন্নয়ন হয় বা হচ্ছে কিন্তু আমাদের শরীয়তপুরে কোন উন্নয়ন নাই কেনো? এই প্রশ্ন শরীয়তপুর বাসীর।
অন্য দিকে, পদ্মা সেতুর সুফল পান শরীয়তপুর বাসী সেজন্য পদ্মা সেতুর সঙ্গে বিদ্যমান সড়কের সংযোগ তৈরি এবং সড়কটি উন্নয়নে ১৬৮২ কোটি ৫৪ লাখ ৯৭২ হাজার একটি প্রকল্প নেওয়া হয়েছে। শরীয়তপুরের প্রধান সড়ক যুক্ত করা হবে পদ্মা সেতুর সঙ্গে, পাশাপাশি প্রশস্ত করা হবে ওই সড়ক।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ প্রকল্প ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে “সড়ক ও জনপথ অধিদপ্তর”।
এ প্রকল্পের পুরো অর্থের যোগান দেবে সরকার নিজস্ব তহবিল থেকে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply