টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রথম ধাপে উপজেলায় ২৬টি ঘরে মধ্যে ১৬টি ঘর নির্মানের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। প্রতিটি ঘরের নির্মান ব্যয় ধরা হয় এক লক্ষ একাত্তর হাজার (১,৭১,০০০/=) টাকা। চলতি মাসের ১৫ তারিখে প্রথম ধাপের ঘরগুলি গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ১৬টি ঘর নির্মানের কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসারে সিএ-কাম-ইউডিএ মো. জুবদিল খান।
চলতি মাসের ১৫ তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো মোট কাজের ২০ ভাগ কাজও শেষ হয়নি। ইতোমধ্যে কাজের অগ্রগতি দেখিয়ে গত বছরের ১৮ ও ৩০ নভেম্বর এবং ২০ ডিসেম্বর মোট তিন ধাপে ২৫ লক্ষ টাকা উত্তোলন করে নিয়েছেন তিনি। ঘর নির্মান কাজ নিম্নমানের হওয়ায় উপজেলার বাসাইল উত্তর পাড়া ছায়েদ আলীর মেয়ে রিনা বেগমের ঘর নির্মান চলমান অবস্থায় দুই দফা দেয়াল ধসে পড়ে।
রিনা বেগম বলেন, সরকার আমাকে নিরাপদে বসবাস করার জন্য ঘর দিতেছে। সেখানে ঘর নির্মানের পর যদি সেই ঘরের দেয়ালই আমার উপর ধ্বসে পড়ে তাহলে এমন ঘর আমি চাই না। ঘর নিয়ম অনুযায়ী নির্মানেরও দাবি জানান তিনি।
নির্মানাধীন ঘরের দেয়াল ধসে পড়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে গৃহ নির্মান মনিটরিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। (৬ জানুয়ারি) মনিটরিনং টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন টিম প্রধান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান উত্তোলিত মোট ২৫ লক্ষ টাকা ব্যয়ের সুনিদিষ্ট কারন আজ (৬ জানুয়ারি) লিখিত ভাবে জানাতে সিএ-কাম-ইউডিএ মো. জুবদিল খানকে নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান (গাউছ) বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে সরকার গৃহহীনদের যে গৃহ নির্মান করে দিচ্ছে তাতে অনিয়মের অভিযোগ আমাকে ব্যক্তিগত ভাবে ব্যথিত করেছে। যারা এ অনিয়মের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এ ব্যপারে অভিযুক্ত বাসাইল উপজেলা নির্বাহী অফিসারের সিএ-কাম-ইউডিএ মো. জুবদিল খান বলেন, নির্মিত ঘরের দেয়াল ধসে পড়ার বিষয় আমার জানা নেই। শতভাগ নিয়ম মেনেই গৃহ নির্মান কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিভিন্নভাবে এই প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন এবং এ বিষয়ে প্রতিবেদন করতে মানা করেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মানের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ কাজের সাথে জড়িত কেউ যদি কোন প্রকার অনিয়মের আশ্রয় নেয় তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply