বই পড়ে নোবেল পড়ে মনে কিছু থাকে না
ইংরেজিতে খুব কাঁচা অংকটা বোঝে না।
ইতিহাসে গোলমাল ভূগোলে সে গোল
বিজ্ঞানে যে অজ্ঞান অংকে হয় পাগল।
ধর্মে পাঁকা সে রসায়ন পদার্থ বোঝে না,
পড়ালেখা করে সে মনে কিছু থাকে না।
বাবা হয় ডাক্তার তার মায়ে বড় অফিসার,
বাড়ি পড়াতে আসে তারে চারজন মাষ্টার।
দামি গাড়ি বড় বাড়ি নাই কোনো ঘাটতি,
ফলমুল কত কিছু খায় তারা দিবা রাত্রি।
গাড়িতে স্কুলে যায় সে গাড়ি দিয়ে আসে,
টাকা আছে বলে কত কিছু খায় টিফিনে।
পাশের বাড়ির মনিকা করে হায়রে হায়-
তবু কত ধৈর্য তার অনাহারে দিন যায়।
স্কুলে হেঁটে যায় সে, হেঁটে আসে বাড়িতে,
টাকা নাই সে, খায় না খাবার টিফিনে!
বাবা নাই টাকা নাই, নাই কোনো মাষ্টার,
সংসারে টানাটানি মা করে রোজগার।
মাছ মাংস ফলমূল তারা চোখে দেখে না,
ঠিকমত খাতা কলম লেখতে জোটে না।
ওরা বড়লোক তাই বাতি জ্বালায় সবখানে,
বাতি নিভে তেলের অভাবে থাকে আঁধারে।
এতো কষ্ট করে তাই, সে করে ভালো ফল,
কত টাকা কত মাষ্টার নাই ভালো ফলাফল।
লেখক- কবি ও শিক্ষক
০১৭৬৭৩৮০৫১৭
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply