রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার সখিপুর থানা দিন ডি,এম, খালী ইউনিয়নে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে মহন কসাই (৬২) নামের ০১ গরুর মাংস ব্যাবসায়ী কে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
আজ (১১ জানুয়ারি রোজ সোমবার) সকাল আনুমানিক ০৯ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল বেলা মহন কসাই বাজারে গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় লোক জন মৃত গরুর মাংস সন্দেহ করে স্থানীয় লোক জন মিলে আটক করে। পরবর্তীতে স্থানীয় লোক জন সখিপুর থানা পুলিশ কে খবর দেয় পরবর্তীতে পুলিশ এসে অভিযুক্ত মহন কসাইকে আটক করেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদজ্জামান হাওলাদার টেলিফোনের মাধ্যমে বলেন, ডি, এম খালি ইউনিয়নে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এলাকাবাসী গরুর মাংস ব্যাবসায়ী কে আটক করে আমাদেরকে খবর দেয়, আমরা তাৎক্ষণিক ঘটনা এস্থলে পৌঁচে গরুর মাংস ব্যাবসায়ী মহন কসাই নামের এক ব্যক্তিকে গরুর মাংশ সহ আটক করে থানায় নিয়ে আসি। গরুর মাংস মৃত না জীবিত আমরা সেটা বলতে পারিনা। গরুর মাংস মৃত কি না টেস্ট করার জন্য উপজেলা পশু হাসপাতাল পরীক্ষার জন্য পাঠিয়েছি ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করার জন্য। এখন ভুক্তভোগী আমাদের হেফাজতে রয়েছে। ফরেনসিক রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া গেলে, আমরা প্রয়োজনীয় ব্যাবস্তা গ্রহণ করব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply