ইব্রাহিম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় উপজেলার বিভিন্ন এলাকার ২২ জন বিক্ষোকের মাঝে এসব নগদ অর্থ ও সহায়ক সামগ্রী তুলে দেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। এ সময় নারী – পুরুষ ২২ জন ভিক্ষুকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও ২০ কেজি চাউল, পাঁচ কেজি চিড়া, ১টি ওজন মাপার যন্ত্র, একটি কম্বল, ১টি ছাতা, ১টি কলসি, ১টি চেয়ার ও এক বস্ক বিস্কুট বিতরণ করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকারভোগী পাহাড়ি ও বাঙ্গালী ২২ জন ভিক্ষুক উপস্থিত ছিলেন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার। তাই সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে নানা পদক্ষেপ গ্রহন করেছে। চলমান কর্মসূচী তারই একটি অংশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply