কক্সবাজার জেলা প্রতিনিধি এম সোহাইল চৌধুরী: মহেশখালীতে সাড়ে ৩ শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ হবে। মহেশখালী পৌরসভার উন্নয়নে অত্যাধিক গুরুত্ব দেয়া হবে। এই পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার আন্তরিক প্রচেষ্টায় মহেশখালী পৌরসভা ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
মহেশখালী পৌরসভার আয়োজনে ১৬ই জানুয়ারি বিকালে পৌরসভাধীন অহনা কনভেনশন হলে আয়োজিত নাগরিক সমাবেশ ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, কর্মপরিকল্পনা বিভাগের চেয়ারম্যান (সচিব) আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মুজিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম, আজিজুর রহমান বিএ, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান, শাপলাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক, কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী, বীর মুক্তিযোদ্ধ ছালেহ আহমদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া এসময় সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদকে একটি স্বর্ণের ক্রেস্ট উপহার দেন। এবং সাড়ে তিন’শ কোটি টাকার উন্নয়নের কথা শুনে স্থানীয় জনতা মাঝে আনন্দের জোয়ার বইছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply