কক্সবাজার জেলা প্রতিনিধি এম সোহাইল চৌধুরীঃ
কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ ১৭ জানুয়ারী বিকাল ৪টায় কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ওই হামলার ঘটনাটি ঘটে।
আহত রাশেদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিবরণে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুমু সরওয়ার কমল’সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়। সাংসদ কমলের নেতৃত্বে থাকা নেতাকর্মীদের বহরে জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদসহ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমানও ছিল। ওই সময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর নেতৃত্বে অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী অতর্কিত অবস্থায় প্রাণনাশের উদ্দেশ্যে রাশেদ ও মিজানের উপর হামলা চালায়। কিছু বুঝে উঠা আগেই রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে এবং সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র লাঠি,রড়,হকিস্টিক দিয়ে এলোপাতাড়িভাবে রাশেদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগসুত্রে জানা গেছে। এতে রাশেদ মারাত্মকভানে আহত হলে তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। ওই সন্ত্রাসী হামলার ঘটনায় রাশেদের ব্যক্তিগত ব্যবহারের একটি আইফোন ১০ ও পকেটে থাকা ৩৭ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার সংবাদ মুহুর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে বিক্ষুব্ধ ঈদগাঁহ,
জালালাবাদ,ইসলামাবাদ ও আশপাশের এলাকার জনতা বিক্ষোভ মিছিল রেব করে এবং ঈদগাঁও বাজার,ঈদগাঁহ বাসস্টেশন, কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে। বিকাল ৫টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক অবরোধে ফলে আটকে পড়েছে শতশত দুরপাল্লার গাড়ি। বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে ঈদগাঁহবাসস্টেশনে বিক্ষোভ অব্যাহত রেখেছে। ঈদগাঁহ বাসস্টেশনের উত্তর ও দক্ষিণে মহাসড়কে) প্রায় ২০ কিমি পর্যন্ত তীব্র যানজট লেগে আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একটি বিশ্বস্তসুত্র নিশ্চিত করেছে কক্সবাজার সাংবাদিকদের কাছে ।
Aa
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply