টাঙ্গাইল প্রতিনিধি, (দুসস নিউজ)ঃ টাঙ্গাইলের মির্জাপুরে চা দোকানির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নাফিউরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌরসভার পোষ্টকামুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্ত একটি খবর রবিবার ঢাকাটাইমসে প্রকাশিত হলে বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে আসে।
গ্রেপ্তার নাফিউর মির্জাপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক পোষ্টকামুরী গ্রামের শহীদুল আলম রতনের ছেলে।
প্রসঙ্গত, পৌর শহরের বণিকপাড়ার বাসিন্দা রতন সরকারের ছেলে অজিত সরকারের কালীবাড়ি রোডের চিকনগলির চায়ের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় দুধ চা দিতে দেরি হওয়ায় দোকানি অজিত সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান নাফিউর। এ সময় তাকে লাথি ও কিল ঘুষি মারলে চা তৈরির ফুটন্ত পানিতে পড়ে অজিতের হাত ও মুখসহ শরীরের একাধিক স্থান দগ্ধ হয়। পরে অজিতের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
এদিকে রবিবার ঢাকাটাইমসে সংবাদ প্রকাশে বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে আসে। এছাড়া সোমবার আহত অজিত সরকারের স্ত্রী মৃদুলা রানী নাফিউরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি রিজাউল হক ওরফে শেখ দিপু অভিযুক্ত নাফিউরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সত্যতা স্বীকার করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply