দুর্নীতি দমন কমিশন দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে আজ ২০ কুড়িটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ১৮টি অভিযান, এবং ২টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।
এরই প্রেক্ষিতে মেহেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম এবং সেবাগ্রহীতাদের নিকট হতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আজ ১ ফেব্রুয়ারি এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিন অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সাব-রেজিস্ট্রি অফিসের আশেপাশে অবস্থান নেয় এবং কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে প্রায় প্রতিটি দলিল বাবদ গ্রহীতাদের নিকট হতে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।
পরবর্তীতে দুদক টিম উক্ত দপ্তরে তল্লাশি চালিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর নিকট হতে নগদ ৭৪ হাজার টাকা উদ্ধার করে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দুদক টিমের নিকট উপস্থাপন করতে ব্যার্থ হন।
দুদক টিম পরবর্তী কার্যক্রমের জন্য উল্লিখিত অর্থ জব্দ করে কর্তৃপক্ষের হেফাজতে প্রদান করে। অভিযানকালে প্রাপ্ত অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ আগত ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে পিআইসি প্রজেক্ট এ নিম্নমানের পানির কল ও পাইপ ক্রয় করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ জেলা কার্যালয় হতে অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply