রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৭০ নং মহিষ কান্দি মৌজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প জমি নাই ঘর নাই আবাসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে।
স্থানীয়রা বলেন, বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পে যাদের জমি নাই ঘর নাই আবাসন প্রকল্পে যেখানে আমাদের ভালো মানের জিনিস পত্র দিয়ে একটি বিটা বাড়ি তুলে দেওয়ার কথা যেখানে আমরা যুগেরপর যুগ থাকতে পারবো, সেখানে চেয়ারম্যান আমাদের নিম্নমানের ইট ও নিম্ন মানের পিকেট আধলা , বালু এবং কাঠ দিয়ে নিম্নমানের সকল জিনিসপত্র দিয়ে ঢিলেঢালা ভাবে তৈরি করে দিচ্ছেন যে ঘরে বসবাসের উপযোগী নয়।
স্থানীয়রা আরো বলেন, যায়গাটি পুরোই নদী মাতৃক বর্ষা পানি আসলে যে জিনিস পত্র দিয়ে ঘর তৈরি করে দিচ্ছেন এগুলো সব বর্ষার পানিতে নষ্ট হয়ে যাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি করেছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন ইদিলপুর ইউনিয়নের ৭০ নং মহিষ কান্দি মৌজার ভিটে মাটি হীন জনগণদের।।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply