জনতার অভিযোগ
আইয়ুব আলী, বিশেষ প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন। দিতেছেনও। কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লক্ষ করলে দেখা যায় এক একটা বিদ্যুতের খুটি যেন এক একটা মরন ফাদ। এক একটি বিদ্যুতের খুটিতে কত রকমের তার পেচিয়ে আছে তা গুনেও শেষ করা যাবেনা। একটু ঝড় বৃষ্টি আসলেই রাস্তায় বিভিন্ন ধরণের তার ছিরে ঝুলে থাকে। রাস্তা দিয়ে হাটা যায়না। হাটতে গেলে শরীরের সাথে পেচিয়ে যায়। রাস্তা হল চলাচলের জন্য একটা নিরাপদ যায়গা। রাস্তা দিয়ে হাটতে মাঝে মাঝে মনে হয় বিদ্যুতের তার যেন বিষাক্ত বিষ ধর সাপের মত ফনা তুলে সামনে থেকে আক্রমণের জন্য তেড়ে আসছে। বিদ্যুতের খুটিতে এত কিসের তার। এর থেকে রেহাই পাওয়ার কি কোন সু-ব্যবস্থা নেই। প্রশাসন কি এমন দুরবস্থা দেখেন না? আমরা এমন দুরবস্থা থেকে রেহাই পেতে চাই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply