মো: শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলার ০১ নং লাউকাঠী ইউনিয়নের কিসম মৌকরনে জমি জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের ছেলে শাহিন গাজীকে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করেন সৎ চাচা হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকার পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শাহিন গাজীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ মার্চ সকালে শাহিন গাজী লাউকাঠি ওয়াপদা কলোনী নূরানী মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শাহিনের বড় ভাই মো. বশির উদ্দিন পটুয়াখালী সদর থানায় একটি নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন, যার মামলা নং ৩৯৩।
পরবর্তীতে ২০১৯ সালের ১৮ অক্টোবর মাসে সৎ চাচা গাজী হাবিবুর রহমান নিখোঁজ ভাইয়ের ছেলেকে খুঁজে পেতে ১০/১২ জনের নামে সিআর-৯৭৪ মামলা দায়ের করেন। পরে আদালত থেকে মামলা তদন্তের জন্য পুলিশকে দেয়া হয়। এছাড়া মামলার তদন্তে ধীরগতি হচ্ছে এমন অভিযোগ এনে আদালতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খাঁনের বিরুদ্ধে পিটিউশন দাখিল করেন মাামলা বাদী হাবিবুর রহমান।
মোঃ মুকিত হাসান খাঁন বলেন, জমি-জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের ছেলে শাহিন গাজীকে অপহরণের নাটক সাজিয়ে সৎ চাচা গাজী হাবিবুর রহমান এ মামলা দায়ের করেছেন। এরপর পুলিশের একাধিক টিম বিষয়টি তদন্ত করেছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার পর ঢাকার পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে শাহিন গাজীকে উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শাহিন গাজী বলেন, তাকে কেউ অপহরণ করেনি। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে এই মামলা করেন তার সৎ চাচা।
তিনি আরো বলেন, কোর্টের মাধ্যমে শাহিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মিথ্যা মামলা দায়ের করার জন্য বাদী হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply