ইব্রাহিম বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি তুলাবান পদ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা।
১৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ১২ ঘটিকায় এই অভিযান চালায় বিজিবি মারিশ্যা জোন। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় পাচারকারী সংঘ বদ্ধ চক্র। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ শত ঘন ফুট কাঠ আটক করে বিজিবি।
আটককৃত কাঠের মধ্যে রয়েছে সেগুন, চাপালিশ, গোদা যা আনুমানিক ৪ শত ঘন ফুট।
আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানাযায় মারিশ্যা জোন। গত এক সাপ্তাহের মধ্যে অবৈধ কাঠ আটকে বিজিবির এটি ৩ য় অভিযান প্রতিবারই বিজিবি বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক করতে সক্ষম হয়েছে এক সাপ্তাহের এই অভিযানে বিজিবি আনুমানিক ৭ শত ঘন ফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ আটক করে। অবৈধ এসব কাঠ ও সংঘবদ্ধ এই পাচারকারীদের আটকে বিজিবির অভিযান নিয়মিত চলবে বলে নিশ্চিত করেছে মারিশ্যা জোন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply