সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি।
সাহিদা পারভীন,কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধি : গোরস্থানের সম্পত্তি রক্ষার দাবীতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বানজানা থেকে বাজুগারিয়া পর্যন্ত মানব বন্ধন করেছে ৫ গ্রামের মানুষ। শনিবার সকালে কালুখালীর মৃগী ইউনিয়নের বানজানা গোরস্থান থেকে বাজেগড়িয়া পর্যন্ত মেঠো সড়কে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানায়,১৯৭৬ সালে ৫ গ্রামের মানুষের মৃতদেহ দাফন করার জন্য বানজানা গোরস্থান প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আরো অধিক জমি ক্রয়ের মধ্যদিয়ে গোরস্থানের জায়গা সম্প্রসারন করা হয়। একাধিকবার সার্ভেয়ার এনে গোরস্থানের জায়গা পরিমাপ করে সীমানা খুটিও বসানো হয়। তারপরও একটি মহল গোরস্থানের জমি দখলের চেষ্টা করছে। ওই মহলটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে গোরস্থানটির সাথে সংশ্লিষ্টদের। অহেতুক ১৪৪ ধারা জারি করে বাধাগ্রস্থ করছে দাফন কাজ। ফলে গ্রামবাসী মানব বন্ধন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
মানব বন্ধন চলাকালে রাজবাড়ী জেলা মানবাধিকার কমিশনের সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার,গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আ: আজিজ সরদার,সাধারন সম্পাদক এছেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এড. খলিলুর রহমান, মৃগী ইউনিয়নের সদস্য কলিম উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য জহুরা খাতুন,শিক্ষক ইয়াহিয়া ইসলাম, শরিফুল ইসলাম, ফারুক শেখ প্রমুখ বক্তব্য রাখেন। মানব বন্ধনে ৫ হাজারের অধিক গ্রামবাসী অংশ নেয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply