আনোয়ার হোসেনঃ
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ও ২১ উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
যশোর ৮৫/১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি বাংলাদেশের ভারত শুন্যরেখায়’ দু’বাংলার বাংলা ভাষা প্রেমীদের ২১ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পদ্মা পয়েন্টে।
যশোর সাংসদ ৮৫/১ শেখ আফিল উদ্দিন এমপি করোনাকালীন বিধি মেনে এপার বাংলার মঞ্চায়িত সকল সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করে কেবল দু’বাংলার শুন্যরেখায় এপার-ওপার দুই বাংলার বাংলা ভাষা প্রেমীদের মিলনে অস্থায়ী শহীদবেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার পরামর্শ দেন। তিনি বলেন, করোনার বিধি মেনে এপার বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানকে বাদ রেখে কেবল নোম্যান্সল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। শ্রদ্ধা জানাবেন দু’পার বাংলার আমন্ত্রিত এমপি-মন্ত্রীসহ বাংলা ভাষা প্রেমীরা। তবে, ভারতের পেট্রাপোলে প্রতিবারের ন্যায় এবারো ঘটবে দু’বাংলার মিলন মেলা। অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গুণীজনদের সম্মানিত করার অনুষ্ঠান। কিন্তু করোনার কারণে এবার-ওপার বাংলা থেকে সেখানে যেতে পারবেন ভারতের আমন্ত্রিত কিছু সংখ্যক অতিথি। যাদের পরিচয়পত্র প্রদান সাপেক্ষে সেদেশে নিয়ে যাবেন ভারতীয় একুশ উদযাপন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মনিরুজ্জামান ঘেনা, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, জসীম উদ্দিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।+
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply