মো. আনোয়ার হোসেন তরফদার, ভালুকা, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মো. আসিফ সরকার (২৩) নামে এক ব্যবসায়ীকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০ কেজি পলিথিন জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইন উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকালে ভালুকা বাজারের এক ব্যবসায়ী মো. আসিফ সরকার। তিনি পলিথিন নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন। সঙ্গে ছিলেন তার কার্যালয়ের নাজির দেলোয়ার হোসেনসহ ভালুকা মডেল থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন জানান, অভিযান চালিয়ে প্রায় আড়াই শ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা পলিথিন গুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply