মাহমুদুল হাসান, যশোর: দেশের সকল থানার ন্যায় যশোরের শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষ্যে থানা পুলিশের ব্যাবস্থপনায় শার্শা থানা চত্তর ও যশোর কলকাতা মহা সড়কের উপর পোর্ট থানার সামনেই অস্থায়ী প্যান্ডেল ও মঞ্চ নির্মান করা হয়।বর্নিল আলোক সজ্জায় স্বজ্জিত করা হয় শার্শার দুটি থানা ভবন।
রবিবার(৭ই মার্চ) দুপুর ৩ টায় একযোগে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আলোচনা অনুষ্ঠানে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সরকারের সার্বিক সফল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা (৮৫যশোর-১) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইল ফলক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে ওঠেছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম,পৌর মেয়র, উপজেলাটির বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।এ সময় এলাকাটির সাধারন জনগনের উপস্থিতি লক্ষ্যনীয় ছিলো। উল্লেখ্য গত ২৬ ফেব্রæয়ারী বাংলাদেশ কে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসাবে চুড়ান্ত সুপারিশের ঘোষণা দেন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি(ইউএন সিডিপি)।
এই অর্জনের স্বীকৃতির জন্য ৭মার্চ সমগ্র দেশের সকল থানায় একযোগে আনন্দ উদযাপনের ঘোষণা দেন পুলিশের মহাপরিদর্শক।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply