আনোয়ার হোসেনঃ
গত কাল সন্ধ্যায় ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শনিবার দুপুরে বিজিবি সদস্যরা যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাস থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। তাদের দেহতল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অভিনব কায়দায় স্যান্ডেলের মধ্যে করে আনা পাচারকালে ৪ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করেছে।গতকাল শনিবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চারিয়ে এই সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক দুজন হলেন রাজবাড়ি সদরের হোগলাডাঙ্গি গ্রামের আব্দুল গনি মিজি’র ছেলে হোসেন মিজি (৩৭) ও বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল (৩০
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, উক্ত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা হতে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরী ঘাটে নিয়ে এসে তারা শরীয়তপুর টু বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply