মনিরুল ইসলাম কুমিল্লাঃ
কুমিল্লা জেলা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সিনিয়র এএসপি দেবিদ্বার সার্কেল ও অফিসার ইনচার্জ দেবিদ্বার থানার তত্ত¡াবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার থানার মামলা নং- ০৮, তারিখ- ১৫/০৩/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড এর ঘটনার সহিত জড়িত আসামী ১। কাজী ফরিদ(৫০), পিতা- মৃত আব্দুল খালেক প্রকাশ আছমত আলী, মাতা- জামিনা খাতুন, সাং- কাজিয়াতল(কাজী বাড়ী), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, ২। কাজী রুক্কু মিয়া প্রকাশ আব্দুর রব(৪৭), পিতা- মৃত কাজী আব্দুল অহিদ, মাতা- রোফিয়া বেগম, সাং- ওয়াহেদপুর (কাজী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, এপি- বøক নং- ১, বাড়ী নং- ০৫, মিরপুর ১, থানা- মিরপুর, ডিএমপি, ঢাকাদের গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হইতে ১। ০৩ টি কথিত ডিবি পুলিশের জ্যাকেট, ২। ভিকটিমের টাকা রাখার ব্যাগ, ৩। ০২ টি কথিত ডিবি আইডি কার্ড, ৪। ০২ টি বাঁশি যাহা অপরাধের কাজে ব্যবহৃত, ৫। উক্ত ঘটনায় ব্যবহৃত সাদা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী আসামীদ্বয় সহ তাহাদের সহযোগী আসামীরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের অপরাধ সংগঠন করিয়া থাকে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply