টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছেলেসহ দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার যৌতুকী ও কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন।
স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যৌতুকী এলাকায় সড়ক ঘেঁসে অবৈধভাবে মেহেদী মাসুদ নামের এক ব্যক্তি ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। পরে মাসুদের মা মনোয়ার বেগম সড়ক ভেঙে যাওয়ার শঙ্কায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন সেখানে অভিযান চালায়।
অভিযানের বিষয়টি টের পেয়ে মাসুদ পালিয়ে যায়। এসময় তার সহযোগী তানভিরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে মনির নামের আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযোগকারী মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে মেহেদী মাসুদ সড়ক ঘেঁসে মাটি কেটে বিক্রি করে আসছিল। সড়ক ভেঙে যাওয়ার শঙ্কায় এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন করি। আবেদনের ১৮দিন পর এসিল্যান্ড এসে মাটি কাটা বন্ধ করে গেছেন।।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘যৌতুকী এলাকায় মাসুদ নামের এক ব্যক্তি সড়ক ঘেঁসে মাটি কেটে বিক্রি করে আসছিল। সড়ক ভেঙে যাওয়ার শঙ্কায় তার মা মাটি কাটা বন্ধে আবেদন করেন। পরে সেখানে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হয়। এসময় মাসুদের সহযোগী তানভিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে মনির নামের আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply