মনিরুল ইসলাম কুমিল্লাঃ
কুমিল্লার বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস (ফার্মাসিউটিক্যালস্) নামের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ৬ শ্রমিক আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে তিনতলা ভবনের ২য় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। তদন্ত ছাড়া ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিস্ফোরণের বিষয়ে স্পৃষ্ট কিছু না বললেও কারখানার ম্যানেজার রেজাউল করিম দাবি করছেন এসি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস (ফার্মাসিউটিক্যালস্) নামের একটি ওষুধ কারখানায় অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল মজুদ রাখা হয়েছিলো। এই মজুদকৃত কেমিক্যাল থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পাবের বলে অনেকের ধারণা।
কারখানার ম্যানেজার রেজাউল করিম জানান, সকাল ১০টার সময় হঠাৎ ভবনের ২য় তলায় বিস্ফোরণে ভবন কেপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভন্ন অংশ। এতে ৬/৭ জন শ্রমিক আহত হয়। এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম( ৩৮), শামীমা (৪০), আল আমিন ( ২৫), ফাহমিদা (২০) ও ফাতেমা (৩৫) কে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পরে গুরুতর আহত হওয়া কারখানার কর্মী আল-আমিন, সন্ধ্যাবাণী ও ক্লিনার শামীমা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের ঘটনা শুনেই আমরা ছুটে এসেছি। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সহযোগীতা করা হয়েছে। ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণটি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে দোতলা থেকে উদ্ধার করা হয় আহত ব্যক্তিদের। তারা মূলত বিস্ফোরণে ভেঙে পড়া দেয়ালের ইট ও বিভিন্ন কাচের আঘাতে আহত হয়েছেন।
তিনি আরও জানান, কারখানার মালিকপক্ষের দাবি, এসির বিস্ফোরণ হয়েছে সেখানে। তবে বিস্ফোরণের পর ভবনের ক্ষতি ও দোতলায় মজুত বিভিন্ন রাসায়নিক দেখে বিস্ফোরণের সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply