মোঃ শাহিন আলম পটুুয়াখালী জেলা প্রতিনিধি।
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ৩০ হাজার ডোজ ঢাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে করে অদ্য ৭ এপ্রিল ২১ইং তারিখ বুধবার দুপুর ২ টায় পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। দ্বিতীয় ডোজের টিকা বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যান থেকে গ্রহণ করেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মনিরা, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ড্রাগ সুপার মুহিদ ইসলাম এবং জেলা সেনিটারি ইনস্পেক্টর মহিউদ্দিন। সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, দুটি কর্কসিটে সুরক্ষিত করে এই ভ্যাকসিন পাঠানো হয়েছে।
এখানে দুটি প্যাকেটের মধ্যে একটিতে ১৮ শত ভায়াল এবং অপরটিতে ১২শত ভায়াল মোট ৩ হাজার ভায়াল গ্রহন করেছি। উল্লেখ্য এই ৩ হাজার ভায়াল থেকে ৩০ হাজার টিকা দেয়া হবে। তিনি আরো বলেন ভ্যাকসিন তৈরির ভায়াল গুলো সিভিল সার্জন অফিসে উন্নত প্রযুক্তির ওয়াকিং ইন কুলারে রাখা হয়েছে। আগামীকাল থেকে পটুয়াখালী করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে। এমটাই জানালেন জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply