0৭ এপ্রিল বুধবার, রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার আওতাধীন ঠাকুরদাস লেন এ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী থেকে জানা যায় বাসায় পুষ্প(২৬) তার স্বামী গিয়াসউদ্দিন রাসেল ও তার দুই সন্তান নিয়েই থাকতেন।
গৃহবধূ পুষ্পর বড় বোন বিথী(২৮) সাংবাদিকদের জানান গত ০৬ ই এপ্রিল আনুমানিক রাত ১১:০০ টায় পুষ্পর স্বামী গিয়াসউদ্দিন রাসেল ফোন দিয়ে জানান যে পুষ্প নাকি ঝগড়া করে ফাঁসিতে ঝুলে গেছে আপনারা এখনি চলে আসুন। আমরা হাসপাতালে এসে দেখি আমার বোন আর বেঁচে নেই।
তিনি আরও জানান, গত দুইবছর আগে রাসেল এর সাথে পুষ্পের বিবাহ হয়। বিবাহের পর থেকে দীর্ঘদিন ধরেই পুষ্পর সাথে তার স্বামী রাসেলের বনিবণা ছিলোনা, অধিকাংশ সময়ই মারধরের অভিযোগও জানাতেন। ছোটখাট বিষয় নিয়েও রাসেল পুষ্পকে ব্যাপক নির্যাতন করতেন।
এলাকাবাসীর থেকে আরো জানা যায় রাসেলের আগেও একটা বউ ছিল বড় মেয়েটি সেই ঘরের ই সন্তান। তবে পুষ্প মেয়েটিকে নিজের মেয়ের মতোই পালতেন, কাউকে বুজতেই দিতেন না যে এটা তার মেয়ে না।
এ ঘটনায় সূত্রাপুর থানার সাব ইন্সপেক্টর লেলিন জানান ভোর রাতে ঘটনা জেনে আমরা লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
পুষ্পর পরিবার এমন রহস্যজনক মৃত্যুর জন্য বিচারের দাবি জানিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply