মোবাইল ফোন ইন্টারনেট সেবা আগামী সপ্তাহের রবি অথবা সোমবার চালু হতে পারে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
শুক্রবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মোবাইল ফোন ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন ও ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে রবি বা সোমবারে চালু করার পরিকল্পনা আছে।
পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরদিন বুধবার রাতে সারাদেশে বাসাবাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply