আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোর ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।গতকাল শনিবার (১৩ই জুলাই) সকাল ১১টার সময় ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। আটক দুর্জয় বাবু ঘোষ যশোর সদর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুর্জয় বাবু ঘোষ নামে এক যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সুবিধা নিচ্ছে। এরপর গত শুক্রবার বিকেলে যশোর সদর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার ঘর থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, গুলির খোসা ১২টি, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার রুজু হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply