আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় ৪ নাগরীক কে স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।ভারতের দিঘা সমুদ্র পথসহ কয়েকটি সীমান্ত পথে এরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।
অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জন মৎস্যজীবী ও একজন সাধারণ ভারতীয় নাগরিক রয়েছে।
ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বাংলাদেশ আশার অভিযোগে তারা আটক হয় এখন ভারতে নিজ দেশের বাড়িতে ফিরতে পেরে ভালো লাগছে বলে জানান।
শনিবার (১৩ই জুলাই) দুপুর ২টারদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর জেলার কেন্দ্রিয় কারাগার থেকে পুলিশ তাদের কে ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এসময় সেখানে বাংলাদেশ বিজিবি,ও পুলিশ এবং ভারতের বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত যাওয়া ভারতীয় নাগরীক হলেন, বিহারের বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু, মেদিনীপুরের শেখ জাহাঙ্গীর ও হুগলির ভানু চরণ
এদের মধ্যে বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর ৩ বছর এবং ভানু চরণ ৯ বছর কারাভোগ করেন।
এদিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এই ভারতীয় নাগরীক গন। আইনি জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেল হাজতে দিন পার করতে হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানায়,ভারতীয় ৪ নাগরীক কে স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply