নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু সু- দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখুন, আপনার শুদ্ধি অভিযানের কারণে আজ যারা দেশের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, আন্ডার ওয়াল্ডের গড ফাদার তারা এক এক করে সবাই ধরা পরছে। ধরা পরার পর বেরিয়ে আসছে নানা রকম প্রশ্ন। সবাই আওয়ামী লীগে বহিরাগত। কেউ আওয়ামী লীগের স্থায়ী কেউ নয়। সবাই কোন না কোন দল থেকে আসা। এরা কেমন করে আওয়ামী লীগে এসে দলের এত ওপরে উঠে গেল। এরা আপনার দলের কারো হাত ধরেই এত ওপরে উঠে আসে এবং আওয়ামী লীগের ভাব মূরতিকে নষ্ট করে। আপনার এতদিনের তিল তিল করে গড়ে তোলা সপ্নকে নষ্ট করে। আপনার শুদ্ধি অভিযানের মাধ্যমে খুঁজে বের করুন আপনারই দলে এমন কে বা কাহারা আছেন যারা টাকার বিনিময়ে অন্য দল থেকে আসা এমন শীর্ষ সন্ত্রাসী, চাদাবাজি এবং গড ফাদারদের দলে ঠাই দিয়ে আজকে আওয়ামী লীগকে সবার কাছে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।বিদেশে থাকা তারেক রহমানকে যদি প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদা দিতে হয় এখন ও তাহলে এমনকি কেউ নেই এটা বন্ধ করার? অন্য দল থেকে আসা যে কোনো নেতাই হোকনা কেন তাকে কস্টি পাথরে যাচাই বাছাইয়ের পর দলে ঠাই দেওয়া উচিত।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে, কিছু দিন পর আওয়ামী লীগের মহা সম্মেলন। সেই সম্মেলনে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে এমন কিছু নেতা আছেন যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তাদের টাকা আছে বলেই টাকার বিনিময়ে নেতা হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রাণ পনে জীবন দিয়ে আওয়ামীলীগের সাথে জড়িয়ে আছেন। টাকা নেই বলে আজ তারা উপর মহলের নেতাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছেনা। কিছু দিন আগে আপনি যে আইন করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এস এস সি সার্টিফিকেট যাদের নেই তারা নির্বাচনে অংশ নিতে পারবেনা। আওয়ামী লীগের মহা সম্মেলনে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে যারা অংশ নিবে কম পক্ষে তাদের এস এস সি সার্টিফিকেট থাকতে হবে। শহর পর্যায়ে আরও বেশি। যদি তাই না হয় তাহলে অশিক্ষিত লোকজনের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করতে পারে। বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষিত নেতা টাকার বিনিময়ে কমিটির প্রধান হিসাবে আছেন। আপনি আপনার দলের মহা সম্মেলনের আগেই একটা শুদ্ধি অভিযান করেন যাতে টাকার বিনিময়ে এমন কোনো নেতা যেন মহা নেতা না হয়ে যায়। আগামী প্রজন্ম যেন আপনার কাছ থেকে এমন কিছু পায় যা দিয়ে দেশ ও জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply