টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমির উপর ছায়া পড়ায় ক্ষেতের পাশে আকাশ মনি গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রহমান সিকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী হায়দার সিকদার, নিহতের স্ত্রী কনিকা বেগমসহ পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল শনিবার সকালে বাড়ির পার্শ্বের একটি কৃষি জমিতে গাছের ছায়া পড়ে ফসলের ক্ষতি হওয়ার কারনে জমি সংলগ্ন আকাশ মনি গাছে উঠে ডাল কাটতে। এ সময় গাছের কাটা ডালটি নিজের ওপরে পড়লে দাড়িয়ে থাকা ডালটি ভেঙ্গে কাটা ডালসহ প্রায় ১৫ ফুট নিচে পড়ে যায়। এতে তিনি বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্বজনরা তাকে মারাক্মক আহতাস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন । হাসপাতালে অবস্থানের দুই ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার ববয়স হহয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, দুই ছেলে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
তার এ অকশ্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়ায় নেমে আসে। স্বজনদের করুণ আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার আকাশ বাতাস। পরে বাদ আসর তিরঞ্চ পশ্চিমপাড়া গোরস্থান সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply