মোঃ শাহিন হোসেন শার্শা উপজেলা প্রতিনিধিঃ বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কোব্বাত আলী (৫৫) নামে এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে।সোমবার সকালে এ ঘটনা ঘটে।নিহত কোব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আযূব আলীর ছেলে। চালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে।
বেনাপোল পোর্ট ডিউটি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে বেনাপোল গামী ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বেনাপোল শহরে ঢোকার প্রাক্কালে বেনাপোল বলফিল্ডের সামনে একজন সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী মোঃ কোব্বাত আলী (৫৫), পিতা- মৃত আয়ুব আলী শেখ, সাং- কাগমারী, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর গুরুতর আহত হয়। আহত কোব্বাত আলীকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ট্রাক চালক পলাতক রয়েছে, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply