টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে মুরগির ফার্মে কাজ করার সময় লাভলু খন্দকার (৩০) নামের এক যুবকের সাপের ছোবলে মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জামালহাটখুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খন্দকার মোতালেব মিয়ার ছেলে।
লাভলুর চাচাতো ভাই ও ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাবুল বলেন, লাভলু ২ হাজার সেটের একটি লেয়ার মুরগির ফার্ম করে। সোমবার সকালে ফার্মে মুরগিদের খাবার দিতে যায়। যাওয়ার সময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। এতে শরীরের যন্ত্রণা শুরু।
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাভলুর মৃত্যু হয়। লাভলু ১ সন্তানের জনক। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply