টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহসড়কের করাতিপাড়া বাইপাস এলাকা থেকে ৩টি ছোট বাছুরসহ ৮টি গরু ভর্তি একটি ট্রাক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
২৭ এপ্রিল মঙ্গলবার ভোরে বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকা থেকে গরুবোঝাই ওই ট্রাকটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ হারুনুর রশিদ । তিনি জানান, আজ ভোরে বাসাইল থানার এসআই আব্দুল মোমেনের নেতৃত্ত্বে করাতিপাড়া বাইপাস এলাকা থেকে গরুসহ ট্রাকটি উদ্ধার করে। উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক ও গরুর মালিকের কোন খোজ খবর পাওয়া যায়নি। প্রকৃত মালিক খোজা হচ্ছে।
খোজা হচ্ছে।
এ ব্যাপারে এসআই আব্দুল মোমেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোবাইল ডিউটি করার সময় ঢাকাগামী একটি ট্রাক দেখে ট্রাকটিতে তল্লাসী চালালে তিনটি বাছুরসহ মোট আটটি গরু পা বাধা অবস্থায় পাওয়া যায়। গরুগুলো ত্রি-ফল দিয়ে ঢাকা ছিল। আশে পাশে কাউকে পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে ছিনতাই অথবা চুরি করা গরু ট্রাকে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতীপাড়া বাইপাস এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩টি বাছুর ও ৫ বড় গরুসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১২-২৮৯৯) পরিত্যাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ গরুসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বাসাইল থানায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply