টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে করোনা কালিন লকডাউনের এই সময়ে টাঙ্গাইলের বাসাইলের হিজরা সস্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে (মঙ্গলবার ) বেলা সাড়ে ১১ টায় বাসাইল উপজেলা মিলনাতনে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপজেলার তৃতীয় লিঙ্গের ১২ জন হিজরার মাঝে উপহারের প্যাকেট বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশিত টাঙ্গাইল জেলা প্রশাসকের অর্থায়নে বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে হিজরা সম্প্রদায়ের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন ও উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম হিজরা সম্প্রদায়ের মাঝে উপহার প্যাকেট তুলে দেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহয়িান নুরেন, এমপি মহোদয়ের প্রতিনিধি সোহানুর রহমান সোহেল প্রমূখ।
করোনাকালিন এই সময়ে সরকারি সহযোগিতা পেয়ে খুসি হিজড়া জনগোষ্ঠি শিবির। হিজরা নেত্রী পাায়েল বলেন, “আমাদের স্থায়ী কোন পেশা না থাকায় রাস্তাঘাটে , হাটে-বাজারে ঘুরে ঘুরে টাকা তুলে সংসার চালাতে হয়। কিন্তু বর্তমানে লকডাউনের কারনে সেটাও সম্ভব হচ্ছে না। এই সময়ে এমন সরকারি সহযোগিতা পেয়ে আমরা সবাই খুসি। প্রধান মন্ত্রীর ঈদ উপহার সমগ্রী দিয়ে আমারা আনন্দের সাথেই ঈদটা কাটাতে পারব।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন,” বর্তমান সরকার দেশের সাধারন মানৃষের ভাল থাকার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ বাসাইল উপজেলার হিজরা সস্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো। যা তাদের ঈদ আনন্দকে একটু হলেও বাড়িয়ে তুলবে। আগামি দিনে এর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। “
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply