এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
করোনার ভয়কে উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের বঙ্গবন্ধুসেতু পুর্বপাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে এই যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুরপাল্লার যাত্রীদের। ধীরগতিতে যানবাহন চলার সাথে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
বুধবার (১২ মে) সকাল থেকে এ মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। পন্যবাহী ট্রাক, মিনি ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ঘরমুখো মানুষের ঢল নামে।
একদিকে প্রখর রোদের তাপ অপরদিকে ঘন্টার পর ঘন্টা যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধ মানুষের ভোগান্তি বেশী হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যবিধি মানার কথা মাথায়ই নেই তাদের।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, গরমে তারা মাস্ক ব্য্যবহার করতে পারছেনা। তাই মাস্ক ছাড়াই গাদাগাদি করে যেতে হচ্ছে তাদেরকে। মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনে যানজট সৃষ্টি হলেও ঢাকাগামী লেন অনেকটাই ফাঁকা রয়েছে।
যদিও দুপুর একটার পর থেকে প্রচুর সংখ্যক দুরপাল্লার যাত্রীবিহীন বাস এ লেন দিয়ে ঢাকা অভিমুখে চলতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানা গেছে, অতিরিক্ত যানবাহনের চাপই এই যানজটের কারণ। যানজট নিয়ন্ত্রনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply