মাহমুদুল হাসান,যশোর
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন চেকপোস্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ড উদ্ধার সহ আমিনুর নামে (২৩)নামের এক যুবককে আটক করেছেন। সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের সামছুর রহমানের ছেলে। মঙ্গলবার(২৫মে ) বেনাপোল বাজার এলাকা থেকে বিজিবি সদস্যরা আমিনুর কে আটক করেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে,দুইজন লোক প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট সেতু এন্টরপ্রাইজ অফিসের ভেতর লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের নাঃ সুবেদার ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত সেতু এন্টারপ্রাইজ এর অফিসে অভিযান পরিচালনা করেন।
অভিযান কালীন সময়ে বিজিবি সদস্যরা খাকি রং এর টেপ দ্বারা মোড়ানো একটি কার্টুন জব্দ করেন। পরে জব্দ কৃত কার্টুন খুলে তল্লাশি চালালে তাহার ভিতর হতে ১০ ইউএস ডলারের ৩ হাজার ৫৪০ পিচ, ৫ ইউএস ডলারের ৩ হাজার পিচ, ২৫ ইউএস ডলারের ৪ হাজার ৭০০ পিচ, ১০ সৌদি রিয়াল ৪ হাজার ৯০০ পিচ ইন্টারন্যাশনাল কলিং কার্ড উদ্ধার হয়। জব্দকৃত কলিং কার্ডের মূল্য ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকা এবং আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক আটক আসামীকে আগামীকাল কোর্ট হাজতে প্রেরন করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply