টাঙ্গাইল প্রতিনিধিঃ
‘শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানে না’ শ্লোগানে মন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সব কিছু স্বাভাবিক নিয়মে চলছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
আগামী ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply