আলী হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ আদমজী ইপিজেডের পন্য ডেলিভারীর সময় চাঁদাবাজী করতে গিয়ে ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
গতকাল মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সড়কের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী।
গ্রেফতারকৃতরা হলো, হৃদয় মিয়া (২৫), মো: বাবুল (৩০), মো: নুর হোসেন (২৩), মো: হাসান (২১) ও মো: রাসেল (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে র্যাব-১১ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।
র্যাব-১১ জানায়, মতিউর রহমান মতির একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্য পরিবহন আটক করে ব্যবসায়ীদেরকে জিম্মি করে ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাবাজী করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে ২০/২৫ জনের একটি চাঁদাবাজ চক্র ইপিজেডের গেটের সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজী করার সময় র্যাবের একটি দল তাদের মধ্য থেকে ৫ জনকে গ্রেফতার করে। তবে এসময় মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী আক্তার ওরফে পানি আক্তারসহ অন্যরা পালিয়ে যায়।
র্যাব-১১ আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির লোক। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন আদমজী ইপিজেডের রপ্তানীমূখী পন্য পরিহনে চাঁদাবাজী করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব-১১ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply