মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
২৯শে জানুয়ারি’১৬ ঈসায়ী সালে মরহুম আসাদুজ্জামান তুষারে’র নামানুসারে আসাদুজ্জামান তুষার নূরানী ও হাফেজিয়া মাদরাসা’র যাত্রা শুরু হয়।
বাউফলের ঐতিহ্যবাহী নওমালা,পশ্চিম বটকাজল খান বাড়িতে মাদরাসাটির অবস্থান। খান বাড়ির নিজস্ব জমিতে স্থাপিত যেকটি প্রতিষ্ঠান রয়েছে তার ভেতর উল্লেখযোগ্য এটি। প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা জনাব আশরাফ আলী খান। সূচনালগ্ন থেকেই মাদরাসাটি অত্যন্ত সুনামের সাথে সহীহ দ্বীন প্রচার করে আসছে। মাদরাসার শিক্ষক বৃন্দের নিরলস পরিশ্রম ও সুনিপুণ পরিচালনা কমিটি থাকায় মাদরাসাটি একটি আধুনিক দ্বীনি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
শিক্ষার মান বজায় রাখার জন্য একদল সুদক্ষ ও সুশিক্ষিত তরুনদের সমন্বয়ে শিক্ষা ও উন্নয়ন কমিটি রাখা হয়েছে। সম্পূর্ণ আবাসিক ভাবে ছাত্রদের ইসলাম শিক্ষা দেয়া হয়ে থাকে। নিজস্ব বিশাল পুকুর,ফল ও ফুলের বাগান ও খেলাধুলার মাঠ রয়েছে।
অফিসিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে পবিত্র কুরআন,সহীহ-হাদীস ও মাদরাসার সাপ্রতিক আপডেট প্রচার করা হয়। প্রত্যেক বছর মাদরাসার বাৎসরিক মাহফিল আয়োজন করা হয়ে থাকে।
মাদরাসার চলমান অগ্রগতিকে স্থায়ীভাবে বজায় রাখার জন্য পটুয়াখালীতে ০.৯ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে কুয়েতি সংস্থার অনুদানে অত্যাধুনিক অজুখানার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
স্বাবলম্বী ও শক্তিশালী কমিটি, চিঠির মাধ্যমে পাওয়া দান,মান্নত, যাকাত, ফেতরা, দানবাক্স, বাৎসরিক মাহফিল এবং ছাত্রদের বেতনে অত্র মাদরাসা পরিচালিত হয়ে আসছে। মাদরাসাটিতে প্রায় ৬০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বেশকিছু ইয়াতিম শিক্ষার্থী রয়েছে এবং বেশকিছু শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা গ্রহন করে আসছে। বর্তমানে মাদরাসাটি কওমীতে রূপান্তর করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু অর্থাভাবে বারবার প্রক্রিয়াটি পিছিয়ে যাচ্ছে।
সমাজের ইসলাম প্রিয় ভাই-বোনদের নিকট দ্বীনি দৃষ্টিকোণ থেকে আবেদন, আপনারা-আপনাদের আদরের সন্তানকে মাদরাসায় ভর্তি করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহীহ ইসলাম প্রচারে শামিল হোন।
যোগাযোগের নম্বর- ০১৯৮০৬৮৫৯২৭ (ভর্তি/বিকাশ)
আরজগুজার,
মোঃ রাফি বিন আশরাফ (রাফি খান)
উপদেষ্টা,
শিক্ষা ও উন্নয়ন কমিটি,
আসাদুজ্জামান তুষার নূরানী ও হাফেজিয়া মাদরাসা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply