আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় শিল্প শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোন।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকালে এনভয় টেক্সটাইলস লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, (বার) পিপিএম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি একেএম আওলাদ হোসেন, ময়মনসিংহ-৫ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম, সম্পাদক আক্কাছ আলীসহ শিল্প পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
এর আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ জোনে সম্মেলন কক্ষে শিল্প মালিক, ব্যাবস্থাপক, শ্রমিক প্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধি ও সাংবাদিকগণের সাথে শিল্প এলাকার কর্মপরিবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, (বার) পিপিএম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহ এর নবনির্মিত নির্মানাধীন নতুন পুলিশ লাইন্স ভরাডোবা ও এনভয় টেক্সটাইলস লিমিটেড, এস কিউ ষ্টেশন ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন। ফ্যাক্টরি পরিদর্শন কালে শ্রমিকদের মাঝে মাস্কও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply