মাহমুদুল হাসান,যশোর:: অভিন্ন মানদন্ডের আলোকে বিশেষ পুরস্কারের সম্মাননা হিসাবে ক্রেস্ট পেলেন যশোর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র ) জনাব রুপন কুমার সরকার, পিপিএম। বৃহষ্পতিবার (৫আগস্ট ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ভার্চুয়াল মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলম এর সভাপতিত্বে জেলার সকল ইউনিট প্রধান কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। অপরাধ সভায় জুলাই/২০২১ খ্রিঃমাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাগণকে সম্মাননা প্রদান করা হয়।এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল মাসিক অপরাধ সভায় যুক্ত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, বিশেষ, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর, মহোদয়, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, ( অপরাধ ও প্রশাসন ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিঃ পুলিশ সুপার, ক-সার্কেল, যশোর, জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, খ- সার্কেল, যশোর, জনাব মোঃ মুনাদির ইসলাম চৌধুরী সহ জেলা পুলিশের উর্দ্ধতনকর্মকর্তাগণ। উল্লেখ্য যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার বদলি হয়ে যশোরে গত ১৪ জুলাই ২০২১ ইং তারিখে দায়িত্ব ভার গ্রহণ করেন। মাদকদ্রব্য উদ্ধার সহ চাঞ্চল্যকর সব মামলার রহস্য উদঘাটন করে যশোর ডিবি পুলিশের ধারাবাহিক সাফল্য বজায়ে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছেন।যশোরে যোগদানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি নিজে ১৪টি অভিযানের নেতৃত্ব দিয়েছেন।ডিবি পুলিশের ধারাবাহিক সফলতা গুলো হলো কেশবপুরের ভ্যান চালক ইদ্রিস হত্যা, চৌগাছায় ঈদের আগের দিন পুত্র কর্তৃক পিতা হত্যা, মনিরামপুরের দেবী টিকাদার হত্যা মামলা, চৌগাছার পাটক্ষেতে পাওয়া রাতুল হত্যা মামলা, কোতোয়ালি মডেল থানার টুনি শাওন হত্যা মামলা, চৌগাছা থানার কপোতাক্ষ নদে পাওয়া তরিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন এবং কোতোয়ালি থানা এলাকা হতে ১০ মোটরসাইকেল উদ্ধারসহ ০৩ চোর গ্রেফতার, কোতোয়ালি থানা এলাকা হতে ০৩ মোটরসাইকেল উদ্ধারসহ ০৭ চোর গ্রেফতার, কোতোয়ালি থানা এলাকা হতে গৃহ চোর চক্রের ০৯ সদস্য গ্রেফতার ও ১৬ ভরি, ০৯ আনা স্বর্ণ উদ্ধার, বেনাপোল হতে ২ সন্ত্রাসীসহ পিস্তল উদ্ধার,কোতোয়ালি মডেল থানা এলাকা হতে ১ সন্ত্রাসীসহ পিস্তল উদ্ধার, ভ্যান চোর চক্র গ্রেফতার এবং একাধিক চোরাই ভ্যান উদ্ধার,ফেসবুকে প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার ও ১১ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ ও ডকুমেন্ট উদ্ধার ও ব্যাংক এশিয়ার প্রতারণা মামলায় ০৭ আসামি গ্রেফতার ও ৬০ হাজার টাকাসহ ডকুমেন্ট উদ্ধার। তাই জুলাই/২০২১ মাসে যশোর জেলায় বিভিন্ন মামলায় লুন্ঠিতস্বর্নালংকার ও গুরুত্বপূর্ন আলামত উদ্ধারের জন্য পেলেন জেলা পুলিশের বিশেষ পুরষ্কার। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা র এ সম্মামণা প্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন যশোরের বিশিষ্টজনেরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply